Tuesday, 21 September 2021

১৯ সেপ্টেম্বর, ২০২১ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস। “বাংলাদেশে সর্পদংশন মোকাবেলা” ( Tackling Snakebite in Bangladesh ) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বছরগুলোর ন্যায় এবারও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল “ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস/২০২১”

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক
১৯ সেপ্টেম্বর, ২০২১ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস। “বাংলাদেশে সর্পদংশন মোকাবেলা” ( Tackling Snakebite in Bangladesh ) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বছরগুলোর ন্যায় এবারও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে পালিত হল “ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস/২০২১”
 


১৯ সেপ্টেম্বর, ২০২১ আর্ন্তজাতিক সর্প দংশন সচেতনতা দিবস।

সর্প দংশনে ‘ওঝা নয় হাসপাতালেই চিকিৎসা হয়। 

সর্পদংশন কিভাবে এড়ানো যায়? 

১. বসত বাড়ীর শোয়ার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন- ধান-চাল, হাঁস-মুরগী, কবুতর না রাখা উত্তম। এসব সামগ্রী ইঁদুরকে আকর্ষন করে যার খোঁজে সাপ ঢুকতে পারে। 

২. ঘাস বা ঝোপ-ঝাড়ের মধ্যে হাঁটা এড়িয়ে চলুন। যদি হাঁটতে হয় তাহলে খুব সাবধানে হাঁটুন ও লম্বা জুতো কিংবা বুট জুতো পড়–ন। কোন গর্ত দেখলে তার মধ্যে হাত-পা ঢুকাবেন না। স্তুপকৃত লাকড়ি বা খড় সাবধানে সরান। বড় বড় পাথর বা কাঠের গুড়ি সাবধানে সরানো উচিত। যদি আপনাকে ঘাসের বা ঝোপ-ঝাড়ের ভিতর দিয়ে হাঁটতে হয় খুব সাবধানে হাঁটুন প্রয়োজনে বুট পড়–ন।  

৩. মাছ ধরার সময় ‘চাঁই’ বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কিনা দেখে নিন। একিভাবে হাঁস-মুরগীর খাঁচায় হাত দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। প্রয়োজনে শব্দ করতে হবে।  

৪. বেশীরভাগ সাপ রাতে সক্রিয় থাকে। রাতে হাঁটার সময় কিংবা প্রাকৃতিক কাজে বের হলে টর্চ  লাইট ও লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করুন। 

৫. বাংলাদেশের বিষধর সাপ ও তাদের স্বাভাবিক বাসস্থান সম্বন্ধে জানুন, যাতে আপনি তাদের এড়িয়ে যেতে পারেন। 

৬. ঘুমের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন: খাটের উপর ঘুমাবেন, মেঝেতে ঘুমাবেন না।  ঘুমানোর সময় যথাযথভাবে মশারী ব্যবহার করুন অর্থাৎ মশারী গুজে নিতে হবে। রাতের বেলায় শস্য, ফলের বাগান কিংবা মাছ পাহারা দেওয়ার সময় মাটিতে কিংবা মাচায় ঘুমানোর বা শোয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
 
৭. বাড়ীর চার পাশ পরিস্কার রাখুন। বাড়ী ও চাষ করার জমির মধ্যে দূরত্ব রাখুন। ৮. বাড়ির আঙ্গিনা ময়লা-আর্বজনা মুক্ত রাখুন: 
− সাপ ছদ্মবেশী শিকারী, অর্থাৎ তারা শিকারকে লুকানোর জায়গা থেকে আক্রমণ করতে চায়। 
− ময়লা-আর্বজনা সাপ লুকানোর জন্য উপযুক্ত স্থান। পাতা, সার, খড়ের গাদা, লাকড়ির স্তুপ,  কাটা ঘাসের স্তুপ সাপের জন্য লুকিয়ে থাকার পছন্দনীয় স্থান। কাজেই এগুলো বাড়ীর আঙ্গিনা  থেকে সরিয়ে নিন।  

৯. সাপের স্বাভাবিক বাসস্থান হতে পারে ইঁদুরের গর্ত, ছোট জঙ্গল, ইটের স্তূপ, কাঠের গুঁিড়,  লাকড়ি স্তুপ, শুকনা খড়কাজেই এসব জায়গাগুলি সর্ম্পকে জানুন এবং সাবধানতা অবলম্বন করুন।  বাড়ীকে সাপের সম্ভাব্য খাবার মুক্ত রাখুন। প্রজাতি ভেদে ইঁদুর, ছোট প্রাণী, তেলাপোকা, ঘাস  ফঁড়িং সাপের প্রিয় খাবার।  

১০.সাপ বসত বাড়ীর গর্তে বা ফাটলে লুকিয়ে থাকতে পারে বিধায় এগুলো মেরামত করুন।  ১১. ঘরে প্রবেশের পূর্বে লাইটের সুইচ অন করুন।  

১২.বিছানা, বালিশের নিচ ও স্কুল ব্যাগ যতœ সহকারে দেখুন। শব্দ করুন যাতে লুকিয়ে থাকা সাপ  সরে যেতে পারে।  


১৩.জোরে পায়ের শব্দ করে আপনার উপস্থিতি সম্বন্ধে সাপকে সর্তক করুন। সাপ বায়বীয় শব্দের প্রতি  অপেক্ষাকৃত বধির তবে ভুগর্ভস্থ কম্পনের প্রতি সংবেদনশীল।  

১৪. উইয়ের ঢিবিতে, গাছের গর্তে, স্তুপকৃত গাছ-তক্তা, লাকড়ির ঘন আগাছার মধ্যে হাত দিবেন  না। কাস্তে ও মুঠি দিয়ে পাকা ধান কাটার সময় সাবধানতা অবলম্বন করুন। মানুষের বাসস্থানের  চারপাশের্^ সাপ থাকার সম্ভাব্য জায়গা গুলো পরিস্কার রাখুন। উইয়ের ঢিবি পরিস্কার করুন, গাছের  গর্ত ভরাট করুন। পতিত গাছ, জ¦ালানী লাকড়ি সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন  করুন। 

১৫.আবর্জনা এবং জান্ক নিয়মিত অপসারন করুন। বসতবাড়ীতে সাপ আকর্ষণ করে এমন প্রানী মুক্ত  রাখুন যেমন- ইঁদুর, মুগরীর বাচ্চা, গিরগিটি, ব্যাঙ। 

১৬.কেবলমাত্র প্রশিক্ষিত ব্যক্তির সাপ নাড়াচাড়া ও লালন পালন করা উচিৎ। সাবধান! সাপ মেরে  থাকলে খালি হাতে সাপ ধরবেন না, কারণ সাপ মরার ভান করতে পারে।

সর্প দংশনে ‘ওঝা নয় হাসপাতালেই চিকিৎসা হয়।

সর্প দংশন গ্রামীণ স্বাস্থ্য সমস্যা, চিকিত্সা কেন গ্রামে নয়। 

সাপ দেখলে আপনি কি করবেন? 
# অযথা ভয় পাবেন না।  
# নিজ গতিতে সাপটিকে চলে যেতে দিন।  
 # অনাবশ্যক সাপ মারবেন না, কারণ সাপ কীটপতঙ্গ ও ছোট ছোট প্রাণীদের নিয়ন্ত্রণে  রেখে মানুষের উপকার করে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।  
# সাপ অযথা মানুষকে দংশন করে না। সুযোগ দিলে সাপ সরে যাবে। মানুষ কর্তৃক  কোন ভাবে উত্ত্যক্ত হলেই কেবল সাপ দংশন করে কাজেই সাপের কাছে না ঘেঁষা  উচিত।

সর্প দংশন গ্রামীণ স্বাস্থ্য সমস্যা, চিকিত্সা কেন গ্রামে নয়।

সর্প দংশনের পর মােটর যানে দ্রুত হাসপাতালে যান। 

যে সকল ঔষধ ব্যবহার করা যাবে না: 

# প্রচলিত বিভিন্ন বনাজী বা হোমিওপ্যাথিক ঔষধ  
# অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ- হিস্টাসিন, এভিল, ফেনারগন 
# ষ্টেরয়েড জাতীয় ঔষধ- ওরাডেক্সন, ডেকাসন, হাইড্রোকরটিসন 
# সিডেটিভ জাতীয় ঔষধ- সেডিল, রিলাক্সেন 
# অ্যাসপিরিন এবং অন্যান্য ব্যথা নিরাময়কারী ঔষধ- ডিসপ্রিন ক্লোফেনাক, সিলেকক্সিব,  রোফেকক্সিব। 


সর্প দংশনের পর মােটর যানে দ্রুত হাসপাতালে যান।


খাটিয়াতে মশারী টানিয়ে ঘুমালে রাতে সর্প দংশনের সম্ভাবনা কম। 
........

খাটিয়াতে মশারী টানিয়ে ঘুমালে রাতে সর্প দংশনের সম্ভাবনা কম।


সর্প দংশন প্রতিরােধ ও চিকিৎসা পাওয়া গ্রামীণ দরিদ্র জনগােষ্ঠির একটি প্রয়ােজনীয় স্বাস্থ্য অধিকার ও নিত্য দিনের বাঁচার অধিকার। 

সর্প দংশন প্রতিরােধ ও চিকিৎসা পাওয়া গ্রামীণ দরিদ্র জনগােষ্ঠির একটি প্রয়ােজনীয় স্বাস্থ্য অধিকার ও নিত্য দিনের বাঁচার অধিকার।

“বাংলাদেশে সর্পদংশন মোকাবেলা” ( Tackling Snakebite in Bangladesh )


farhad chcp



ভাল লাগলে শেয়ার করুন




Friday, 17 September 2021

 মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়া ( এমএইচভি) ৩ দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ চাহিদা নিরুপণ প্রশ্নপত্র ( অনলাইন) ফরম


মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াদের ৩ দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ফর্ম

মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াদের ৩ দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ফর্ম সকল এমএইচভিদের পুরোন করতে হবে। পুরোনের শেষ তারিখ ২০শে সেপ্টেম্বর। তবে এই তারিখ উপজেলা ভেদে আলাদা হতে পারে। এই ফর্ম পুরোন করতে গেলে এমএইচভি আইডি লাগবে। এমএইচভি আইডি বলতে এ্যাপের আইডি। 

অনলাইন প্রশ্নপত্র পূরণের  নির্দেশনা 

১। এই আনলাইন প্রশ্ন পত্রটি  মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার ( এমএইচভি) গণের  ৩ দিন ব্যাপি রিফ্রেশার্স  প্রশিক্ষণ  চাহিদা নিরুপণের জন্য তৈরি করা হয়েছে। প্রশ্নপত্রে উল্লেখিত তথ্য সংশ্লিষ্ট ১০৬টি উপজেলার এমএইচভিগণ রেজিষ্ট্রেশন লিংকের মাধ্যমে যথাযথ ভাবে পূরণ করে  অনলাইন ফরমটি অনলাইনে সাবমিটের জন্য সাবমিট বাটোনে ক্লিক করবেন।


২। এমএইচভি সম্পর্কিত তথ্যে ৫-০৯ পর্যন্ত ইংরেজিতে  লিখতে হবে এবং দুই ধরনের প্রশ্ন পত্র তৈরি করা হয়েছে


৩। .যুক্ত  হলো MCQ প্রশ্ন, ডট যুক্ত প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্ন উত্তর নির্বাচন করতে পারবেন।

 ৪। বক্স যুক্ত হলো Multiple MCQ প্রশ্ন বক্স যুক্ত প্রশ্ন থেকে একের অধিক প্রশ্ন উত্তর  নির্বাচন করতে পারবেন।

৫। প্রশ্ন পত্রটি একের অধিকবার রেজিষ্ট্রেশন করা যাবে না।

৫। বাধ্যতামূলক সকল এমএইচভির রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।


ফরম লিং

 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczEZEcpNbR_u8CN5UgclIzM7FpID5gqvcop12rhmnwFwZWVA/viewform


অনলাইন ফরমটি পেতে ক্লিক করুন এখানে


ফরমটি ভাল ভাবে পড়ে পুরন করতে হবে।

গুগল সিট ফরমটিতে যে সকল প্রশ্ন থাকবে-

এমএইচভির নাম ( বাংলায় লিখুন)-

২। জেন্ডার

নারী

পুরুষ

ট্রান্স জেন্ডার/তৃতীয় লিঙ্গ

৩। বয়স

১৮-২০

২১-৩০

৩১-৪৫

৪। MHV হিসাবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কোন সালে?

Date

৫। MHV সিলেকশন রোল নম্বর (ইংরেজীতে লিখুন )

৬। মোবাইল নং (ইংরেজীতে লিখুন )

৭। ইমেইল আইডি (ইংরেজীতে লিখুন )

৮। সিসির নাম (ইংরেজীতে লিখুন )

৯। সিসির আইডি (ইংরেজীতে লিখুন )

১০। জেলা নির্বাচন করুন

Choose

১১। উপজেলা নির্বাচন করুন

Choose

১২। ইউনিয়ন এর নাম লিখুন

১৩। ওয়ার্ড Only Number (ইংরেজীতে লিখুন )

 

১৪। সিসি- ব্লক নং(ইংরেজীতে লিখুন)

Next page

 

আপনি কি দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ পেয়েছেন? *

হ্যাঁ

না

২। কত সালে মৌলিক প্রশিক্ষণ পেয়েছেন ? *

২০১৮

২০১৯

২০২০

২০২১

৩। দিনব্যপী মৌলিক প্রশিক্ষণ ব্যাতীত আর কোনও প্রশিক্ষণ পেয়েছেন? *

হ্যাঁ

না

৪। যদি হ্যাঁ হয় উল্লেখ করুন কী কী বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন?

MHV অ্যাপ্লিকেশন

PRIMA অ্যাপ্লিকেশন

খানা ভিত্তিক তথ্য সংগ্রহ

ইপিআই

ভিটামিন A+ ক্যাম্পেইন

কোভিড -১৯

ম্যালেরিয়া

ডেঙ্গু

চিকুন গুনিয়া

মাতৃ স্বাস্থ্য

নবজাতক শিশু স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য

পুষ্টি

কৃমি নিয়ন্ত্রণ

উচ্চরক্তচাপ

ডায়াবেটিস

সর্পদংশন প্রতিরোধ করণীয়

যক্ষা

এইচআইভি

স্বাস্থ্য শিক্ষা কাউন্সেলিং

হাত ধোয়া

অটিজম/ বিকাশ জনিত সমস্যা

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

জেন্ডার নারীর প্রতি বৈষম্য

সিএসবিএ প্রশিক্ষণ

পরিবার পরিকল্পনা পদ্ধতি

৫। কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থপনায় কমিউনিটি গ্রুপ / সাপোর্ট গ্রুপ সভা কার্যক্রম সম্পর্কে আপনি কি প্রশিক্ষণ পেয়েছেন ? *

হ্যাঁ

না

৬। খানা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে অ্যাপস ভিত্তিক কর্ম সম্পাদনে আপনার সমস্যাসমূহ চিহ্নিত করুন *

অ্যাপস ডাউনলোড ইনস্টল

লগইন ইউজার আইডি

খানা পর্যায়ে তথ্য সংগ্রহ

তথ্য মোবাইল অ্যাপসে সংরক্ষণ

ইন্টারনেট

সার্ভার

৭। খানা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কী কী বিষয় প্রয়োজনীয় বলে মনে করেন? *

দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ

MHV অ্যাপ্লিকেশন

PRIMA অ্যাপ্লিকেশন

কোভিড-১৯

মাতৃস্বাস্থ্য বিষয় সমূহ

পরিবার পরিকল্পনা সেবা সমূহ

সংক্রামক রোগসমূহ

অসংক্রামক রোগসমূহ

সাধারণ জখম কাটা-ছেঁড়ার চিকিৎসা

স্বাস্থ্যশিক্ষা

কাউন্সেলিং

রেফারেল ব্যবস্থা

সামাজিক সমস্যাসমূহ

কমিউনিটি গ্রুপ সাপোর্ট গ্রুপের সভার আয়োজন সম্পর্কে

৮। কোভিড-১৯ প্রতিরোধ স্বাস্থ্যসুরক্ষা বিষয় সমূহের মধ্যে কী বিষয়ে আপনার প্রশিক্ষণ পাওয়া প্রয়োজন *

হাত ধোয়া

মাস্ক পরা

সামাজিক দুরুত্ব মেনে চলা

কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা

হাঁচি, কাশি বিষয়ক শিষ্টাচার

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ

উপরের সব কয়টি

একটাও না

৯। এমএইচভি (MHV) কর্মপরিধি অনুযারী ডিজিটাল অ্যাপস এর ব্যবহার কী কী ক্ষেত্রে বেশি ব্যবহার হয়েছে? *

কমিউনিটি গ্রুপ সভার তথ্য প্রদান

শিশু স্বাস্থ্য সেবার তথ্য প্রদান

মাতৃ স্বাস্থ্য সেবার তথ্য প্রদান

সংক্রামক ব্যাধির তথ্য প্রদান

অসংক্রামক ব্যাধির তথ্য প্রদান

রেফার করার তথ্য প্রদান

স্বাস্থ্য শিক্ষার তথ্য প্রদান

উঠান বৈঠাকের তথ্য প্রদান

কমিউনিটি সাপোর্ট গ্রুপ সভার তথ্য প্রদান

খানা ভিত্তিক তথ্য সংগ্রহ প্রদান

পুষ্টি সেবার তথ্য প্রদান

১০। খানা পর্যায়ে রোগ প্রতিরোধের জন্য কী কী বিষয় আপনি প্রয়োজনীয় মনে করেন? *

স্বাস্থ্যশিক্ষা

সিজি সভায় রোগ প্রতিরোধ সম্পর্কে আলোচনা

সিএসজি সদস্যদের মাধ্যমে কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা

উঠান বৈঠকে রোগ প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা

সম্ভাব্য রোগীদের রেফার

সম্ভাব্য রোগীদের সম্পর্কে উর্ধবতন কর্তৃপক্ষকে অবগত করা

সিজি সিএসজি সভা আয়োজনে এমএইচভিদের করণীয়

১১। শিশুর স্বাভাবিক বিকাশ অধিবেশনের আওতায় নিচের কোন বিষয়টি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ। *

শিশুর বিকাশের ক্ষেত্র সমূহ

শিশুর বিকাশের ধাপসমূহ

শিশুর বিকাশ জনিত সমস্যার উপসর্গ সমূহ

অটিজম এর প্রথমিক পর্যায়ের লক্ষণ সমূহ

শিশুর বিকাশ জনিত সমস্যা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে এমএইচভিদের করণীয়

১২। হাতে কলমে প্রশিক্ষণের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেন ? *

MHV অ্যাপস এর ব্যবহার

PRIMA অ্যাপস এর ব্যবহার

সমন্বিত MHV এবং PRIMA অ্যাপস ব্যবহার

মোবাইল অ্যাপ্লিকেশন কর্মসহায়িকা

অনলাইন রিপোটিং (অ্যাপস এর ব্যবহার)

১৩। রিফ্রেশার্স প্রশিক্ষণে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এবং কমিউনিটি ক্লিনিক বিষয়ক কোন অধিবেশনটি আপনার নিকট গুরুত্বপূর্ণ ? *

মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারের ধারণা

কমিউনিটি ক্লিনিকের পাটভূমি

এমএইচভিদের কর্মপরিধি এবং প্রণোদনভাতা

মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারকে? এবং কেন?

সিজি এবং সিএসজি সভা আয়োজন সঞ্চালনায় এমএইচভিদের করণীয়

জনগণের অংশগ্রহণ সিজি তহবিল গঠনে এমএইচভিদের করণীয়

১৪। রিফ্রেশার্স প্রশিক্ষণে যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

যোগাযোগ

এলাকার জনগোষ্ঠীকে জানা

কমিউনিটির স্বাস্থ্যচিত্র জানা এবং বুঝা

খানার ধারণা গঠন

কাউন্সেলিং বা পরামর্শদান

উঠান বৈঠক স্বাস্থ্য শিক্ষা

রেফারেল সেবা

১৫। রিফ্রেশার্স প্রশিক্ষণে মাতৃস্বাস্থ্য বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

গর্ভবতী মায়ের যত্ন

গর্ভবতী মায়ের উচ্চরক্তচাপ

গর্ভবতী প্রসূতি মায়ের পুষ্টি

প্রসবপরবর্তী পরিবার - পরিকল্পনা সেবা

বাড়ীতে গর্ভবতী মায়ের যত্ন

১৬। রিফ্রেশার্স প্রশিক্ষণে সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

রোগ কী,সংক্রামক রোগের বিস্তার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ এবং প্রতিকার

ম্যালেরিয়া

যক্ষ্মরোগ

ডেঙ্গুজ্বর

কুষ্ঠরোগ

জলাতম্ক

যকৃতের ভাইরাস জনিত প্রদাহ

বার্ড ফ্লু/ এভিয়ান ফ্লু সোয়াইস ফ্লু এবং নিপাহ রোগ

কোভিড-১৯

১৭। রিফ্রেশার্স প্রশিক্ষণে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

সর্প দংশন প্রতিরোধও প্রাথমিকভাবে কমিউনিটি পর্যায়ে করণীয়

উচ্চরক্তচাপ

ডায়াবেটিস

নারীদের স্তন ক্যান্সার

জরায়ু- মুখ ক্যান্সার

শিশুর প্রারাম্ভিক বিকাশ

অটিজম

১৮। রিফ্রেশার্স প্রশিক্ষণে শিশুস্বাস্থ্য পুষ্টি বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

নবজাতকের পরিচর্যা/ যত্ন বা সেবা

শিশুর জন্মকালীন স্বল্প ওজন

মাতৃদুগ্ধ দান

ডায়রিয়া

নিউমোনিয়া

১৯। রিফ্রেশার্স প্রশিক্ষণে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা

প্রবীণদের স্বাস্থ্য পরিবর্যা

দূর্ঘটনাজনিত আঘাত পরিস্থিতি মোকাবেলা

পানিতে ডোবা প্রতিরোধ ব্যবস্থা

চোখের রোগ দৃষ্টিহীনতা

২০ রিফ্রেশার্স প্রশিক্ষণে কিশোর -কিশোরীর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

কিশোর কিশোরীর পুষ্টি

কিশোর- কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা

প্রজনন স্বাস্থ্যসেবা

পরিষ্কার পরিচ্ছন্নতা কিশোর - কিশোরীর স্বাস্থ্য

২১। রিফ্রেশার্স প্রশিক্ষণে স্বাস্থ্য বিষয়ক সামাজিক সমস্যার কোন অধিবেশনটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? *

বাল্যবিবাহের কুফল করণীয়

জেন্ডার: বৈষম্য সচেতনতা

মেয়েদের উত্ত্যক্ত করা বা ইভটিজিং এবং যৌন নিপীড়ন নির্যাতন

ট্রান্স জেন্ডার

নারীর প্রতি বৈসম্য সহিংসতা প্রতিরোধ

শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন

১৪। মতামত দিন



অফিস আদেশ -


গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

লাইন ডাইরেক্টর এর কার্যালয়

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইসি)

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পল্লিবার কল্যাণ মন্ত্রণালয়

বিএমআরসি ভবন (২য় তলা), মহাখালী, ঢাকা

www.communityclinic.gov.bd

cbhe@ld.dghs.gov.bd

ফোনঃ ২২২২৪৬৭৯৪, ফ্যাক্স- ২২২২৮৪২৯০০

 

 স্মারক নং-সিবিএইচসি/এমএইচভি -৩৪/২০১৭/অংশ-/ ৪৯৪          তারিখঃ ০৯/০৯/২০২১ ইং

বরাবর,

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা--=====

এমএইচতি অন্তর্ভূক্ত (১০৬)

কোটালীপাড়া মুকসুদপুর সদর কাশিয়ানী,টুঙ্গীপাড়া(গােপালগ), কালকিনি,শিবচর, রাগৈর(মাদারীপুর) হরিরামপুর,শিলা, দৌলতপুর, শিশুর সাটুরিয়া,মানিকগঞ্জসদর সিঙ্গাইর(মানিকগঞ্জ),পলাশ,নরসিংদিসদর রামপুরা,বেলাব,মনােহরদী,শিবপুর (নরসিংপি) সাভার,কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ দোহার,ধামরাই (ঢাকা),কিশােরগঞ্জসদর,ভৈরব,অষ্টগ্রাম,পাকুন্দিয়া,মিঠামইন(কিশারগঞ্জ) উখিয়া রামু কক্সবাজার সদর ,মহেশখালী, টেকনাফ ,কুতুবদিয়া,পেকুয়া,চকোরিয়া(কক্সবাজার), চাঁদপুর সদর,শাহরাস্তি উত্তর মতলব দক্ষিণ মতলব,ফরিদগঞ্জ(চাঁদপুর) লামা, ন্দন সলর (বান্দরবান), রামগড়, খাগড়াছড়ি সদ(খাগড়াছড়ি) মুরাদনগর নাঙ্গলকোট (কুমিল্লা), রায়গঞ্জ ,তাড়াশ, উল্লাপাড়া তোমারখন্দ,বেলকুচি, চৌহালী,শাহজাদপুর ,কাজিপুর(সিরাজগঞ্জ),বড়া সদর(হড়া),অভয়নগর,চৌগাছ,ঝিকরগাছা (যশাের) শৈলকুপাকোটচাদপুর(ঝিনাইদহ), কালিগঞ্জ শ্যামনগর (সাতক্ষীরা),ফুলতলা,দাকোপ করা(খুলনা) .দুমকি,বাউফল কলাপাড়া সদশমিনা,মির্জাগঞ্জ গলাচিপা,পটুয়াখালীসসর( পটুয় খালী),রংপুরসদর বদর পীরগঞ্জ,তারাগঞ্জ(রংপুর),দিনাজপুর সদর, চিরিরবন্দর বীরগঞ্জ(দিনাজপুর নীলফামারী সদর ,ডোমার, ডিমলা,

লঢাকা কিশোরগঞ্জ সৈয়দপুর নীলফামায়ী) ,মেলান্দহ,ইসলামপুর জামালপুর),ফুলপুর ফুলবাডুয়াি(ময়মনসিংহ) শ্রীমঙ্গল, (মৌলভীবাজার)ধর্মপাশা,তাহিরপুর বিশ্বম্ভরপুর সুনামগঞ্জসদর দক্ষিণ সুনামগঞ্জ,দিরাই, ছাতক, শাল্লা (সুনামগঞ্জ),বিশ্বনাঘ, সিলেট সদও (সিলেট)

 

 বিষয় কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ লান্টিয়ার বিফ্রেশার্স প্রশিক্ষণের প্রয়ােজনীয়তা নিরূপণের জন্য নির্ধারিত অনলাইন প্রশ্নপত্র পূরণ প্রসঙ্গে

উপর্ভুক্ত বিষয়ের আলােকে জানানো যাচ্ছে যে, ১০৬টি উপজেলার খানা পর্যায়ে কর্মরত মল্টিপারপাস হোথ ভলান্টিয়ারদের নিশাের্স প্রশিক্ষণের প্রয়ােজনীয়তা নিৰূপণের জন্য অনলাইন সার্ভে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

পরিপ্রেক্ষিতে উক্ত অনলাইন সার্ভে পরিচালনার জন্য একটি অনলাইন লিংকের মাধ্যমে নির্ধাৰিত অনলাইন প্রশ্নপত্র পূরণ করে অনলাইনে প্রেহণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য

উল্লেখ্য, নির্ধারিত লিংকটি ২০/০৯/২০২১ পর্যন্ত চলমান থাকবে অনলাইন প্রশ্নপত্র লিংক সংযুক্ত (ক্লিক করুন) https://forms.gle/xb615mMYeDbB641C9

 

ডাঃ কাজী হেফায়েত হােসেন

লাইন ডাইরেক্টর কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)

 

 স্মারক নং-সিবিএইচসি/এমএইচভি -৩৪/২০১৭/অংশ-/%8 7 %)     তারিখঃ ০৯/০৯/২০১১ ইং

অনুলিপি সদয় অবগতি প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

. সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য পরিবার ল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (দুঃআঃ সচিব মহােদয়ের একপ্ত সচিশ)

 . মহা পরিচালক, U্য সেবা বিভাগ আস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা ( ৭ম সহকারী পৰিচালক সমম্বয়) . ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, বিএমআরসি ভবন, মহাখালী, ঢা

, লাহন ভাইৱেৰ, সল অপারেশনাল প্লান (স্বাস্থ্যসেবা বিভাগ) অাহ অখিল

 . বিতায় পরিচালক স্বাস্থ্য (সল) বিভাগ

 , সিভিল সান সিভিল সার্জন গােপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদি, ঢাকা, কিশােগ, কক্সবাজার, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, সিরাজগ, বগুড়া, মাশাের, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট

 , অফিস নথি

 

ডাঃ কাজী হেফায়েত হােসেন

| লাইন ভাইয়ে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)).

 

স্বাক্ষরিত চিঠিটি পেতে ক্লিক করুন Login


খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts