Friday, 30 September 2022

MHV - দের APPS-এ কাজ করার নিয়ম
গুগল প্লে স্টর থেকে cbhc mhv 1 এ্যাপস ডাউনলোড করতে হবে।
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।


লগিন হলে 
নতুন খানা তৈরীর জন্য 
Registre এ ক্লিক করতে হবে
এ্যাপসে যে সমস্ত প্রশ্ন আপনাকে করা হবে/ জানতে হবে।

উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন ?

১. খানার ঠিকানা ( ব্লক,ওয়ার্ড, ইউনিয়ন) * ?

এখনে ক্লিক করে আপনাকে যে খানের খানা তৈরী করবেন সেটি বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ব্লক ক্লিক করে সিলেক্ট করতে হবে।


2. বর্তমান ঠিকানা গ্রাম (বাংলায় লিখুন) * ?

এখানে গ্রামের নাম বাংলায় লিখতে হবে


৩. বর্তমান ঠিকানা গ্রাম (বাংলায় লিখুন) * ?

এখানে গ্রামের নাম বাংলায় লিখতে হবে


৪. ডাকঘর (বাংলায় লিখুন) * ?

এখানে ডাকঘরের/ পোষ্ট অফিসের নাম বাংলায় লিখতে হবে


৫. স্থায়ী ঠিকানা কি একই * ?

এখানে খানা প্রধান যদি স্থায়ী ভাবে এই খানায় থাকে তবে হ্যা সিলেক্ট করতে হবে

আর যদি খানা প্রধানের অন্য জায়গায় আর একটি বাড়ী থাকে এবং সেখানেই বেশি সময় বসবাস করে অথবা অন্য কোথাও স্থানে বেশি সময় বসবাস করে এই বাসায় মাঝে মধ্যে আসে অথবা থাকে তাহলে না সিলেক্ট করতে হবে।

না সিলেক্ট করলে আপনাকে আরো কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে

স্থায়ী ঠিকানা ইউনিয়ন ( ইংরেজিতে লিখুন)

গ্রাম ( বাংলায় লিখুন)

ডাকঘর স্থায়ী ( বাংলায় লিখুন)


৬. খানার আইডি ?

খানার আইডি তিন সংখ্যায় লেখতে হবে

যদি প্রথম খানা হয় তবে ০০১

মনে করেন আপনার একশত বার নং খানা তা হলে লিখতে হবে ১১২


৭. পরিবারের প্রধান এর নামের প্রথম অংশ (ইংরেজিতে লিখুন) * ?

এখানে পরিবারের প্রধান এর নামের প্রথম অংশ ইংরেজিতে লিখতে হবে

ধরি পরিবারের প্রধানের নাম ফরহাদ হোসেন,

এখানে নামের প্রথম অংশ ফরহাদ

দ্বিতীয় অংশ হল হোসেন


৮. পরিবারের প্রধান এর নামের শেষ অংশ (ইংরেজিতে লিখুন) * ?

এখানে পরিবারের প্রধান এর নামের শেষ অংশ ইংরেজিতে লিখতে হবে

ধরুন, পরিবারের প্রধানের নাম মো: ফরহাদ হোসেন,

এখানে নামের প্রথম অংশ মো: ফরহাদ

দ্বিতীয় অংশ হল হোসেন

অথবা ধরুন,

নাম শুধু মাত্র ফরহাদ

তাহলে, প্রথম অংশ হবে ফরহাদ

নামের শেষ অংশ হবে ফাকা অথ্যাৎ একটি এসপেস দিন


৯. সিস্টেম নম্বর ?

আটো তৈরী হবে


১০. রেজিষ্ট্রেশন তারিখ ?

আটো তৈরী হবে


১১. খানার মোট সদস্য সংখ্যা * ?

এখানে ঐ খানার সদস্য সংখ্যা লিখতে হবে


১২. পরিবারের গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর * ?

এখানে পরিবারের চালু / সচল মেবাইল নম্বর লিখতে হবে

মোবাইল নম্বরটি ১১ সংখ্যার হতে হবে

অবশ্যই শুরুর প্রথম তিন সংখ্যা হবে ০১১,০১২,০১৩,০১৫,০১৬,০১৭,০১৮,০১৯


১৩. আপনার বাসস্থানের ধরন কি * ?

এখানে তিনটি উত্তর দেয়া থাকবে

কাচা

সেমি কাচা

পাকা

পরিবারের বাসস্থানের ধরন যেমন সেটি নির্বাচন করুন।


১৪. খানার সদস্যগন কি ধরনের ল্যাট্রিন ব্যবহার করেন * ?

এখানে এখানে ছয়টি উত্তর দেয়া থাকবে

স্যানিটারী

পাকা

কাচা

খোলা জায়গা

ঝোপজংগল

অন্যান্য

পরিবারের সদস্যগন কোথায় পায়খানা করেন সেটি নির্বাচন করুন।


১৫. আপনার পরিবারের প্রধান খাবার পানির উৎস কি * ?

এখানে এখানে নয়টি উত্তর দেয়া থাকবে, যেমন-

টিউবয়েল (লাল)

টিউবয়েল ( সবুজ)

টিউবয়েল ( আর্সেনিক পরীক্ষা করা হয় নি)

বৃষ্টির পানি

নদী / খাল

ট্যাপ

কুয়া/ইন্দারা

পুকুর/ডোবা

অন্যান্য

পরিবারের সদস্যগন কোথা থেকে পানি ব্যবহার করে খায় সেটি নির্বাচন করুন। মনে রাখবেন টিউবয়েল লাল অর্থ হল আর্সেনিক যুক্ত বিপদযুক্ত পানি, টিউবয়েল সবুজ অর্থ নিরাপদ বিশুদ্ধ পানি


১৬. আপনার পরিবারের আর্থিক অবস্থ্য কি * ?

এখানে এখানে ছয়টি উত্তর দেয়া থাকবে, যেমন-

সর্বদা অভাব অনটন

সাময়িক অভাব অনটন

আয়- ব্যয় সমান

সচ্ছল

সঞ্চয় হয়

অন্যান্য

পরিবারের অর্থিক যেমন সেটি নির্বাচন করুন।


১৭. পরিবারের আনুমানিক মাসিক ব্যয় কত (টাকা) * ?

এখানে পরিবারের মোট আনুমানিক মাসিক ব্যায় লিখতে হবে।


১৮. নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্র কোনটি * ?

এখানে এখানে এগারটি উত্তর দেয়া থাকবে, যেমন-

কমিউনিটি ক্লিনিক

ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

মা ও শিশু কল্যান কেন্দ্র

১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বেসরকারী ক্লিনিক / হাসপাতাল

এনজিও

অন্যান্য

পরিবারের বাড়ী থেকে কোন স্বাস্থ্য কেন্দ্র সেটি নির্বাচন করুন।


১৯. নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্রের আনুমানিক দুরত্ব কত কিঃ মিঃ * ?

এখানে এখানে পাচটি নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্রের আনুমানিক দুরত্ব দেয়া থাকবে, যেমন-

৫০০ মিটারের কম

৫০০ মিটার থেকে ১ কিলোমিটার

১ কিলোমিটার থেকে ২ কিলোমিটার

২ কিলোমিটার থেকে ৩ কিলোমিটার

৩ কিলোমিটারের বেশি

পরিবারের বাড়ী থেকে স্বাস্থ্য কেন্দ্রে আনুমানিক দুরত্ব সেটি নির্বাচন করুন।


২০. পরিবারের সদস্যগন সাধারনত কোন স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন * ?

এখানে এখানে এগারটি উত্তর দেয়া থাকবে, যেমন-

কমিউনিটি ক্লিনিক

ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

মা ও শিশু কল্যান কেন্দ্র

১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সদর হাসপাতাল

মেডিকেল কলেজ হাসপাতাল

বেসরকারী ক্লিনিক / হাসপাতাল

এনজিও

বিশেষায়িত হাসপাতাল

অন্যান্য

পরিবারের সদস্যগন যে স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন সে স্বাস্থ্য কেন্দ্রটি নির্বাচন করুন।


২১. আপনার নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের নাম কি * ?

খানা থেকে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের নাম লিখুন


২২. নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের অনুমানিক দুরত্ব কত কিঃ মিঃ * ?

এখানে পাচটি নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের আনুমানিক দুরত্ব দেয়া থাকবে, যেমন-

৫০০ মিটারের কম

৫০০ মিটার থেকে ১ কিলোমিটার

১ কিলোমিটার থেকে ২ কিলোমিটার

২ কিলোমিটার থেকে ৩ কিলোমিটার

৩ কিলোমিটারের বেশি

পরিবারের বাড়ী থেকে কমিউনিটি ক্লিনিকের আনুমানিক দুরত্ব সেটি নির্বাচন করুন।


২১. আপনার নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের নাম কি * ?

পরিবারের বাড়ির কাছের নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের নাম লিখুন


২১. তথ্য প্রদান কারীর নাম * ?

যে ব্যাক্তির কাছে উপরোক্ত প্রশ্নের উত্তর জানলেন তার নাম লিখতে হবে

এখানে হতে পারে খানা প্রধান নিজে অথবা তার স্ত্রী, ছেলে, অন্যান্য নাম


২১. পরিবারের প্রধানের ছবি তুলুন * ?

পরিবারের প্রধানের পাসপোট সাইজের ছবি তুলুন

মনে রাখবেন

ছবি তোলার সময় অবশ্যয় অনুমতি নিতে হবে

ছবি তুলতে রাজি না হলে ক্যমেরায় হাত দিয়ে কাল ছবি তুলতে হবে।

পরবর্তী সময় এটি হেলথ কার্ড তৈরীতে আপনার ছবি লাগবে বুঝাতে হবে, রাজি হলে ছবি তুলতে হবে


২১. RECORD LOCATION * ?

RECORD LOCATION এখানে ক্লিক করতে হবে

আপনার মোবাইলে অবশ্যই লোকেশন চালু করতে হবে

ও কে বাটন ক্লিক করতে হবে






Sunday, 18 September 2022

মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার  MHV এর নতুন এ্যাপস কাজ করার নিয়ম।

মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের প্রশিক্ষনের সময় যে আইডি পাসওয়ার্ড তৈরী করা হয়েছিল সেটি ছিল শুধু মাত্র MHV রিফ্রেসার প্রশিক্ষনের জন্য সেই ইউজার আইডি দিয়ে খানা তৈরী করা যাবে না সেটা কাজ করবে না।
 সেটি ছিল প্রশিক্ষনের জন্য Test সার্ভার।

এখন নতুন করে Live সার্ভারে MHV এর আইডি পাসওয়ার্ড তৈরী করতে হবে।



Live সার্ভারে MHV এর আইডি পাসওয়ার্ড তৈরী করার নিয়ম ঃ

উপরের লিংকে ক্লিক করে 
HRM এর ID Password দিয়ে লগিন করতে হবে-
লগিন হলে Assing MHV তে ক্লিক করতে হবে 
তথ্যগুলো পুরন হলে Save ক্লি করতে হবে।
তথ্যগুলো হল-

First Name *

Last Name *

 Email *

 Mobile*

 IdentifierNID (10, 13 or 17 digit)

 User Name*User can log in with Username.

 Password *(Should be 6 or more characters)

 

Show Password

 Confirm password*Retype the password (for accuracy).

 Ward * 

 BHIAIL:WARD 1 

 BHIAIL:WARD 2 

 BHIAIL:WARD 3 

 BHIAIL:WARD 4 

 BHIAIL:WARD 5 

 BHIAIL:WARD 6 

 BHIAIL:WARD 7 

 BHIAIL:WARD 8 

 BHIAIL:WARD 9

ওয়ার্ড নির্ধারনের ক্ষেত্রে অবশ্যই কর্ম এলাকার  ওয়ার্ড নং সিলেক্ট করতে হবে।


প্রয়োজনে HRM ডাটা আপডেট করুন


২ টা এ্যাপস দিয়ে MHVদের কাজ করতে হবে -

০১. CBHC MHV 1
০২. CBHC MHV 2 

 গুগল প্লে-স্টোর থেকে CBHC MHV 1 ডাউনলোড করে ১ম টি দিয়ে খানা  ও খানার সদস্য  তৈরী করতে হবে। 
অথবা 



CBHMHডালোড রার নি-
CBHC MHV 1 অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিব।
প্রথমত  CBHC MHV 1 App টি ডাইনলোডের ক্ষেত্রে মোবাইলের ডাটা অন করতে হবে। এর জন্য swipe করে মোবাইলের Icon bar থেকে ডাটা আইকন সিলেক্ট করে ডাটা অন করতে হবে।
দ্বিতীয়ত  CBHC MHV 1 App টি Google Play Store থেকে ডাউনলোড করতে হবে। যার জন্য মোবাইলের Play Store আইকনে ট্যাপ করতে হবে। সার্চ বারে  CBHC MHV 1 লিখতে হবে এবং সার্চ অপশনে ট্যাপ করলে  CBHC MHV 1 লিখাটি দেখা যাবে। CBHC MHV 1 তে ট্যাপ করতে হবে এবং ১০০% ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১০০% ডাউনলোড হলে বুঝতে হবে Apps টি Install হয়েছে।

এছাড়া SHAREIT এর মাধ্যমেও Apps টি শেয়ার করা যায়। তবে Apps টি যদি কোন মোবাইলে থাকে তাহলে ShareIT এর মাধ্যমে Apps টি অন্য মোবাইলে শেয়ার করা যাবে।
যে মোবাইলে Apps টি আছে, প্রথমে Apps Menu অথবা মোবাইলে ShareIT Apps এর আইকনটি খুঁজে বের করতে হবে। এরপর ShareIT Icon এর উপর ট্যাপ করতে হবে, তারপর Send এ ট্যাপ করতে হবে। এরপর  CBHC MHV 1 সিলেক্ট করতে হবে । এরপর যে মোবাইলে Apps টি দিতে হবে, সেই মোবাইল সিলেক্ট করতে হবে ।
যিনি Apps টি receive করবেন তাকে তার Android Mobile এর SHAREIT open করে Receive করে install করে ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তৃতীয়ত Apps টি ওপেন করার আগে স্মার্ট ফোনে GPS/Location অপশনটি অবশ্যই চালু বা Active করতে হবে।
মোবাইলের উপরে নির্দিষ্ট স্থানে আঙ্গুল উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে Swipe করলে আইকন বার আসবে এখানে GPS/Location এর উপর ট্যাপ করতে হবে, তবে অপশনটি সবুজ বা যে কোন রং এ উজ্জল হবে এবং GPS/Location টি চালু/Active হবে। এখান থেকে বের হওয়ার জন্য Back বাটন ট্যাপ করতে অথবা নিচে ফাঁকা স্থানে ট্যাপ করতে হবে।
চতুর্থত স্মার্টফোনে বাংলা লেখার জন্য play store থেকে Ridmik keyboard ডাউনলোড করে ইন্সটল করতে হবে।


এবার Apps টি ওপেন করা যাবে এবং লগইন ও করা যাবে।
কিন্তু এ লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে যা সিএইচসিপি প্রত্যেক এমএইচভিকে তৈরী করে দিবেন।
প্রেরণকৃত আইডি পার্সওয়াড দিয়ে  CBHC MHV 1 লগ-ইন করতে হবে।

,এছাড়া নতুন ভার্সনে Apps টি আপডেট করতে হবে। এর জন্য Play store এ  CBHC MHV 1 এর পাশে Update লেখা থাকলে update এ ট্যাপ করতে হবে।

 
 CBHC MHV 1 গুগল প্লে-স্টোর live mobile application/apps লিংক  

এভাবে CBHC MHV 1 Application টিতে কাজ করার পূর্বে সকল ধাপের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


 CBHC MHV 2 এই এ্যাপসটি আপাতত গুগল প্লে-স্টোরে পাএয়া যাবে না।
নিচের লিং থেকে ডাইনলোড করে নিন।




১ম এ্যাপসটি দিয়ে CBHC MHV 1 খানা তৈরী করতে হবে।



পুরো কাজটাই সিস্টেমেটিক একটার সাথে অন্য তথ্য/ডাটা লিংকেজ করা আছে তাই দয়া করে বড় ধরণের কোন পরিবর্তন করাবেন না ভুল করবেন না দেখে শুনে বুঝে কাজ করবেন।  



এ্যাপস দিয়ে খানা তৈরী করার নির্দেশিকা 











খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts