Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) MHV
MHV অর্থ-
M=Multipurpose,
H= Health,
V= Volunteer,
Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস
হেল্থ ভোলান্টিয়ার)
যার অর্থ, বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক।
MHV কাকে বলে ?
সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের আওতায় নির্দিষ্ট মানদন্ড ও বাছাই পদ্ধতি অনুসরণের
মাধ্যমে/বাছাই কমিটি/পরিচালনা কমিটি কর্তৃক বাছাইকৃত ওই কমিউনিটিরই কোন স্বেচ্ছাসেবী
সদস্য যিনি নিজস্ব কমিউনিটিতে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যের মান উন্নয়ন ও পুনর্বাসন এবং
অন্যান্য যে কোন জরুরী প্রয়োজনের ক্ষেত্রে কাজ করেন বা সহযোগিতা করেন তিনিই মাল্টিপারপাস
হেলথ ভলান্টিয়ার বা তাকে মাল্টিপারপাস হেলথ
ভলান্টিয়ার বলা হবে।
ভূমিকা ও উদ্দেশ্য:
৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর
অধীনে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)
অপারেশন প্লান, স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় সমগ্র দেশে প্রতিটি চালু কমিউনিটি
ক্লিনিকে ৫-৭ জন মাল্টিপার পাস হেলথ ভলান্টিয়ার
(এমএইচভি) সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনই
এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকার খানা ভিত্তিক তথ্য সংগ্রহ, জনগণকে সিসি হতে সেবাগ্রহণে উদ্ধুদ্ধকরণ, স্বাস্থ্য শিক্ষা প্রদান, ডিফল্ট ট্র্যাকিং এবং রেফারেলও ফলোআপ কাজে সহযোগিতার মাধ্যমে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারগণ কমিউনিটি ক্লিনিক তথা স্বাস্থ্য সেবা কেন্দ্রের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি করবে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো বেগবান করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বেচ্ছাসেবী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পাঁচ থেকে সাত জন করে ‘মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার’ স্বেচ্ছাসেবী দেয়া হবে। সেপ্টেম্বর/২০ মাস থেকে দ্বিতীয় ধাপে ২৬ জেলার ৮৭ উপজেলায় এসব কমিউনিটি ক্লিনিকের স্বেচ্ছাসেবী প্রশিক্ষন নিয়ে সেচ্ছাশ্রম কাজ করবে।
গর্ভবতী, জন্ম
ও মৃত্যু রেজিস্ট্রিকরণ, টিকা, পরিবার পরিকল্পনা, সেবা হতে বাদ পড়াদের খুঁজে বের করে
সেবা গ্রহণে পরামর্শ প্রদান, নতুন কোনো রোগ ও বাড়িবাড়ি তথ্য সংগ্রহের কার্যক্রমে সহায়তা
করবেন। স্বেচ্ছাসেবীদের মাসে ন্যূনতম ৩৬শ টাকা ভাতা দেয়া হবে। এখনো অনেক রোগী হাসপাতালে আসতে চান না। গর্ভবতী
মা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আসেন না। ফলে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে
যায়। এই স্বেচ্ছাসেবীরা সেই সব মায়েদের, নারীদের খুঁজে বের করে সরকারি স্বাস্থ্য সেবার
আওতায় নিয়ে আসবে। রেফারেল সিস্টেমের মাধ্যমে তাদের সেবার ব্যবস্থা করবে।
Multipurpose Health Volunteer (MHV) একটি মাল্টি অপারেশন প্ল্যান ভিত্তিক কর্মকাণ্ড।
MNC&AH, NCD, CDC, TBL-ASP, NNS, FSDP (FP) বিভিন্ন অপারেশন প্ল্যানে এই MHV কর্মপরিকল্পনা
আছে। এটি নিঃসন্দেহে একটি নতুন ইন্টারভেনশন, যা বাস্তবায়িত হবে কমিউনিটি ক্লিনিকের
মাধ্যমে। MHV কোন চাকরি নয়!, তারা সেচ্ছা শ্রমের শর্তে Performance basis
ভাতা প্রাপ্য হবেন। MHV গণ Default Tracking, Referral (assist or carrying)
, Data collection, Meeting arrangement, Community Mobilization অর্থাৎ সিসি
(সেবাদান কারী) এবং কমিউনিটি র মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে ।
কমিউনিটি ক্লিনিক:
১৯৯৬ সালে ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের সিদ্ধান্ত
নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ১৯৯৮ সালের ২৮ জুন একনেক সভায় এটি অনুমোদন লাভ
করে। পরে সরকার পরিবর্তন হলে ২০০১ সালে প্রকল্পটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে
বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক প্রকল্প পুনরায় চালু করে। এলাকাবাসীর জমি দান ও সক্রিয়
অংশগ্রহণ এবং সরকারের কারিগরি সহায়তায় কমিউনিটি ক্লিনিকগুলো গড়ে উঠেছে। ঘরের কাছে স্বাস্থ্যসেবায়
বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক প্রকল্প এখন বিশ্বের কাছে উদারণ।
এমএইচভি’র বৈশিষ্ট্য:
একজন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারঃ
- কমিউনিটিতে একজন সেবাদানকারী (Service Provider)
- একজন স্বাস্থ্যের মান উন্নয়নকারী (Change Maker)
- কমিউনিটিকে উদ্বুদ্ধকারী (Community Motivator)
- কমিউনিটি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে রেফারেল সম্পর্ক স্থাপনকারী (Linker between Community & Health Centre)
- পরিকল্পনাকারী (Planner)
সর্বোপরি, কমিউনিটির একজন বন্ধু ও প্রকৃত ঘটনা সন্ধানকারী (Friend and Fact Finder) হিসেবে কাজ করবেন
MHV যৌক্তিকতা:
১ . জনসাধারণের মধ্যে সাধারণ স্বাস্থ্য ও রোগ
প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।
২ . জনসংখ্যা বৃদ্ধির তুলনায় দক্ষ পেশাজীবী মানব
সম্পদের স্বল্পতা দূরীকরণে সহায়ক হবে।
৩ . এসডিজি অর্জনের জন্য অর্থাৎ সবার জন্য সমতাভিত্তিক সকল বয়সের সকল মানুষের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি গ্রুপকে ও সাপোর্ট গ্রুপকে সচল করা প্রয়োজন।
৪ . প্রতিটি খানার প্রত্যেকের তথ্য সংগ্রহ করে প্রত্যেককে একটি করে একক ও পৃথক আইডি যা H-ID (হেলথ আইডি) নামে সিআরভিএস- এ অন্তর্ভুক্ত করার জন্য এমএইচভি খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে।
৫ . কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা স্বাস্থ্যসেবা
কেন্দ্র পর্যন্ত বা তদূর্ধ্ব/উচ্চতর ও নিম্নমুখী রেফারেল লিংক/সংযোগ তৈরী
করা।
৬ . গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা কেন্দ্রমুখী
করা ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে জনগণের
অংশগ্রহণ বৃদ্ধি করা।
৭ . জনগণ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে
দূরত্ব কমানো।
৮ . কমিউনিটি ক্লিনিক ও তদূর্ধ্ব/ উচ্চতর সেবাকেন্দ্রের
স্বাস্থ্য পরিষেবা বিষয়ে জনগণকে অবহিত করা।
২ . প্রয়োজনীয় বিষয়সমূহ কমিউনিটি গ্রপের মাসিক
সভায় উপস্থাপন করবেন এবং প্রয়োজনে স্থানীয় সভায় সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ
করবেন
৩ . সিএইচসিপি কাজের অগ্রগতির ডাটা প্রতিদিন
তাঁর ল্যাপটপে সংরক্ষণ করবেন। মাসের শেষে কাজের অগ্রগতির রিপোর্ট সিএইচসিপির স্বাক্ষরসহ
উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।
৪ . কমিউনিটি পর্যায়ে একজন এমএইচভি কমিউনিটি
গ্রপের সভপতির নিকট জবাবদিহিতা করবেন
৫ . এইচআই, এএইচআই সার্বিকভাবে কমিউনিটি ও ফ্যাসিলিটি পর্যায়ে এমএইচবিদের সুপারভাইজার ও সহায়ক হিসেবে কাজ করবেন।