Tuesday, 29 September 2020

 ৩০/০৯/২০২০ ইং রোজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সাবেক ০১ নং ওয়ার্ডে আগামী ৪ ঠা অক্টোবর  থেকে ১৭ই অক্টোবর  " ভিটামিন এ প্লাস " ক্যাম্পেইন সফল করার জন্য ওয়ার্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


৬ মাস থেকে ১ বছরে কম শিশুকে একটি নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


স্বাস্থ্যবিধি (শারীরিক দূরত্ব কমপক্ষে ৩ ফুট, মাস্ক পরিধান, সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া) মেনে ক্যাম্পেইন উদযাপিত হবে। 


স্বাস্থ্যবিধি মেনে আপনার শিশুকে ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে আসুন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। 
ভিটামিন ‘এ’ শিশুকে রাতকানা রোগ থেকে রক্ষা করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন :  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওয়ার্ড ওরিয়েন্টেশন ২০১৮


স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য সহায়িকা গাইডলাইন


মুখে মাস্ক পরিধান করে আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসুন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। ঐ দিন ৬ মাস থেকে ১ বছরে কম শিশুকে একটি নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুকে রাতকানা রোগ থেকে রক্ষা করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জানুয়ারী/২০২০





জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন/২০২০ পরিচালনা নির্দেশনাবলী ভিডিও





জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ০৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত  সফলভাবে  উদযাপনের জন্য সম্মানিত ইমাম/খতিবের বার্তা -



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৭



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৮




ভাল লাগলে শেয়ার করুন





0 comments:

Post a Comment

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts