Monday, 16 November 2020

Personal Database of MHV 2019 - 2020 পুরনের নিয়ম 

সকল MHV দের অনলাইনে প্রোফাইল নিজের তথ্য হালনাগদ/ আপডেট করতে হবে।
কোন অবস্থ্যতেই ভুল করা কিংবা দুই বার SUBMIT করা যাবে না। রেজিষ্ট্রেশন ফরমটি খুব ভাল করে পড়ে বুঝে সঠিক তথ্য দিয়ে তার পর SUBMIT করতে হবে।

রেজিষ্ট্রেশন ফরমটি পেতে ক্লিক করুন



পুরনের নিয়ম:

Name *
নিজের নাম লিখবেন।

Age *
বয়স দিবেন।

Sex *
লিঙ্গ দিবেন।

Education *
শিক্ষাগত যোগ্যতা দিবেন। MA বা অন্য কিছু হলে Others দিবেন।

Mobile No. *
মোবাইল নাম্বার দিবেন।

Email Address *
ইমেইল এড্রেস দিবেন। 

Personal Bank account (if any)
ব্যাংক একাউন্ট দিবেন।
যদি না থাকে তবে ফাঁকা রাখবেন।
যেকোনো ব্যাংকের একাউন্ট দেওয়া যাবে তবে উপজেলা থেকে যদি নির্দিষ্ট কোনো ব্যাংকে নাম বলে তবে সেই ব্যাংকের একাউন্ট দিতে হবে। 
এবং নিজের নামের ব্যাংক একাউন্ট ছাড়া অন্য কারো ব্যাংক একাউন্ট দেওয়া যাবেনা। 
মোবাইল ব্যাংক ও এজেন্ট ব্যাংকের নাম্বার দেওয়া যাবে না।
 
Division *
বিভাগের নাম লিখবেন।

District *
জেলার নাম লিখবেন।
 
Upazila / Municipility
উপজেলার নাম লিখবেন। 


Union (if applicable)
ইউনিয়নের নাম লিখবেন। 

Ward
আপনার ওয়ার্ড নং লিখবেন। 

CC
কমিউনিটি ক্লিনিকের নাম লিখবেন। 

Block (within CC catchment area) *
আপনি কমিউনিটি ক্লিনিকের যে ব্লকে কাজ করছেন সেটা লিখবেন। যেমন- মনে করেন আপনারা ৫ জন এমএইচভি এখন এলাক ৫ ভাগে ভাগ করে।  একজন ১ একজন ২ একজন ৩ একজন ৪ একজন ৫ দিবেন। 

Ward
আপনি যে একালায় কাজ করছেন সেই ওয়ার্ড নং লিখবেন। 

Training Completed
যাদের ৫ দিনের ট্রেনিং হয়েছে তারা
MHV Basic Training (5 Days) দিবেন। 


Is the work started at household level?
যারা বাড়িবাড়ি যেয়ে কাজ শুরু করেছেন তারা Yes দেবেন, এবং যাদের এখনো কাজ শুরু হয়নি তারা No দেবেন।

Others
এখানে যেকোনো সমস্যার কথা লিখবেন। ফাকা রাখলেও সমস্যা নেই। 

শেষ তারিখ- ১৭/১১/২০২০ ইং

★★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা CHCP এর অনুমতি ছাড়া কেউ পুরোন করবেন না★★

আর তারা যেভাবে পুরোন করতে বলবে সেভাবে পুরোন করবেন।


নিচে  ইমেজ এর মাধ্যমে দেয়া হল কিভাবে পুরন করবেন ঃ





















প্রয়োজনে সিএইচসিপির সহযোগিতা নিন।

Related Posts:

  • MHV মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এর নতুন এ্যাপস কাজ করার নিয়মাবলী।মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার  MHV এর নতুন এ্যাপস কাজ করার নিয়ম।মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের প্রশিক্ষনের সময় যে আইডি পাসওয়ার্ড তৈরী করা হয়েছিল সেটি ছিল শুধু মাত্র MHV রিফ্রেসার প্রশিক্ষনের জন্য সেই ইউজার আইডি… Read More
  • MHV APPS-এর কাজ কিভাবে করবে ?MHV - দের APPS-এ কাজ করার নিয়মগুগল প্লে স্টর থেকে cbhc mhv 1 এ্যাপস ডাউনলোড করতে হবে।ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। MHV-দের ইউজার নেম পাসওয়ার্ড তৈরীর নিয়ম জানতে ক্লিক কর… Read More
  • খেড়কাটি সিসির লোকেশন খেড়কাটি সিসির লোকেশন -ক্লিনিকের সিমানাঃ        উত্তর দক্ষিনে লম্বা লম্বীমোট ১২ টি গ্রাম নিয়ে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। উত্তরে রঘুনাথপুর গ্রাম, দক্ষিনে ভাবকি, পূর্বে পাটাইকুড়ী ও পশ্চিমে… Read More
  • মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার রিফ্রেশার্স প্রশিক্ষণ ২০২১-২২মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার রিফ্রেশার্স প্রশিক্ষণ ২০২১-২২ স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুম, চিরিরবন্দর, দিনাজপুর এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ তানভীর হাসনাত, আবাসিক মেডিকেল অফ… Read More
  • স্বাস্থ্য বিভাগে MHV বর্তমান সরকারের যুগউপযোগী পদক্ষেপ।স্বাস্থ্য বিভাগে MHV বাচাই বর্তমান সরকারের যুগউপযোগী পদক্ষেপ।সারা দেশে প্রায় ২৬টি জেলার ২০৬টি উপজেলায় Multipurpose Health Volunteer ( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক কাজ করছে।   … Read More

2 comments:

  1. আমার গ্রামের ব্লক ১/খ,,,,,আমি ওখানে পুরন করার সময়,, ১ দিয়েছি,,,হয়েছে কি?

    ReplyDelete
  2. আমি সাবমিট দুই বার করেছি তাতে কি হবে

    ReplyDelete

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts