Thursday, 7 January 2021

 MHV স্বেচ্ছাসেবীদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০  ওয়ার্ড ওরিয়েন্টেশন



দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নং ভিয়াইল ইউনিয়নের  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সেচ্ছাসেবী ওরিয়েন্টটেশন ১৭/১২/২০২০ইং ৯নং ভিয়াইল স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়।


হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।

আপনার মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন।

আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে।

বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।



মনে রাখবেন, যদি এলাকার একটি শিশুও বাদ পড়ে, তবে হাম- রুবেলার ঝুঁকি থেকে যায়। তাই আপনার সোনামণিকে টিকা দিন এবং অন্যকেও উৎসাহিত করুন।



"আয় আয় সোনা মনি
টিকা নিয়ে যা"

আপনার মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন সময়ে এমআর(হাম - রুবেলা) টিকা দিয়ে হাম-রুবেলা থেকে আপনার সন্তান কে রক্ষা করুন এবং আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইন কে সফল করুন।










Related Posts:

  • MHV স্বেচ্ছাসেবীদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ ওয়ার্ড ওরিয়েন্টেশন MHV স্বেচ্ছাসেবীদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০  ওয়ার্ড ওরিয়েন্টেশনদিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সেচ্ছাসেবী ওরিয়েন্টটেশন ১৭/১২/২০২০ইং ৯নং ভিয়… Read More
  • MHV(মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার) ৫ দিন প্রশিক্ষণ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে উপজেলার ৩৬টি কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত ২৬০ জন মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারদের ব্যাচ ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত ০৬/০৯/… Read More
  • Personal Database of MHV 2019 - 2020 পুরনের নিয়মPersonal Database of MHV 2019 - 2020 পুরনের নিয়ম সকল MHV দের অনলাইনে প্রোফাইল নিজের তথ্য হালনাগদ/ আপডেট করতে হবে। কোন অবস্থ্যতেই ভুল করা কিংবা দুই বার SUBMIT করা যাবে না। রেজিষ্ট্রেশন ফরমটি খুব ভাল করে পড়ে বুঝে সঠি… Read More
  • ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন/ ২০২০ ওয়ার্ড ওরিয়েন্টেশন ৩০/০৯/২০২০ ইং রোজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সাবেক ০১ নং ওয়ার্ডে আগামী ৪ ঠা অক্টোবর  থেকে ১৭ই অক্টোবর  " ভিটামিন এ প্লাস " ক্যাম্পেইন সফল করার জন্য ওয়ার্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠি… Read More
  • MHV কি এবং কেন ?Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) MHVMHV অর্থ- M=Multipurpose, H= Health, V= Volunteer, Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) যার অর্থ, বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছ… Read More

0 comments:

Post a Comment

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts