Thursday, 7 January 2021

 MHV স্বেচ্ছাসেবীদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০  ওয়ার্ড ওরিয়েন্টেশন



দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নং ভিয়াইল ইউনিয়নের  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সেচ্ছাসেবী ওরিয়েন্টটেশন ১৭/১২/২০২০ইং ৯নং ভিয়াইল স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়।


হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।

আপনার মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন।

আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে।

বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।



মনে রাখবেন, যদি এলাকার একটি শিশুও বাদ পড়ে, তবে হাম- রুবেলার ঝুঁকি থেকে যায়। তাই আপনার সোনামণিকে টিকা দিন এবং অন্যকেও উৎসাহিত করুন।



"আয় আয় সোনা মনি
টিকা নিয়ে যা"

আপনার মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন সময়ে এমআর(হাম - রুবেলা) টিকা দিয়ে হাম-রুবেলা থেকে আপনার সন্তান কে রক্ষা করুন এবং আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইন কে সফল করুন।











খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts