Friday, 30 July 2021

 আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসির একজন, এমএইচভি,

আমি মোছা: সাবিনা ইয়াসমিন, খেড়কাটি সিসির এমএইচভি,

আমি প্রতিদিন-

জনগোষ্ঠীতে লোক, পরিবার এবং খানার সংখ্যা কত তা নির্ণয় করি এবং নিজ কর্মএলাকার খানার তথ্য সংগ্রহ করি।
কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের সেবা বিষয় তথ্য জনগনকে অবহিত করি।
প্রতিদিন দায়িক্ত পালন শেষে সিসিতে উপস্থিত হয়ে সিএইচসিপির উপস্থিতিতে সংশ্লিষ্ট সিসির এমএইচভিদের সঙ্গে রিপোট পর্যালোচনা করি।
জনগোষ্ঠী সম্পর্কে কারা গুরুত্বর্পূণ সিদ্ধান্ত গ্রহণ করে অথবা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কাদের প্রভাব আছে- তা নির্ণয় করার চেষ্টা করি,
স্বাস্থের ব্যাপারে এবং স্বাস্থ্য কর্মীদের সম্পর্কে জনগণের মনোভাব জানতে চেষ্ঠা করি।
নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রধান সমস্যা এবং এলাকার স্বাস্থ্য হীণতার কারণ খুঁজে বের করার চেষ্টা করি।
সর্বপরি সর্ববিষয় সিএইচসিপি ও সিজি মাসিক সমন্বয়  সভায় আলোচনা ও সিদ্ধন্ত গ্রহনে সহায়তা করি -
আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসির একজন, এমএইচভি,

আমার ক্যাজম্যান্ট এরিয়ায় মোট খানার সংখ্যা 220 টি -

ফাইলটি  পিডিএফ দেখতে 





Saturday, 24 July 2021

MHV বিষয়ক সচরাচর জিজ্ঞাসা


MHV বিষয়ক সচরাচর জিজ্ঞাসা

উত্তর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন ?

১. MHV কি ? সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের আওতায় নির্দিষ্ট মানদণ্ড ও বাছাই পদ্ধতি অনুসরণের মাধ্যমে / বাছাই কমিটি / পরিচালনা কমিটি কর্তৃক বাছাইকৃত ওই কমিউনিটিরই কোন স্বেচ্ছাসেবক সদস্য যিনি নিজস্ব কমিউনিটিতে রোগ প্রতিরোধ , স্বাস্থ্যের মান উন্নয়ন ও পুনর্বাসন এবং অন্যান্য যে কোন জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কাজ করবেন বা সহযোগিতা করবেন এবং কাজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনভিত্তিক মাসিক প্রণোদনভাতা প্রাপ্ত হবেন, তিনিই মাল্টিপারপাস হেল্‌থ ভলান্টিয়ার। একজন মাল্টিপারপাস হেল্‌থ ভলান্টিয়ার তাঁর কাজের জন্য অবশ্যই কমিউনিটির নিকট জবাবদিহি থাকবেন। এখানে উল্লেখ করা প্রয়োজন বিদ্যমান স্বাস্থ্যসেবা কাঠামো ব্যবস্থায় একজন এমএইচভির কর্মপরিধি নির্ধারিত থাকবে এবং তিনি স্বল্পমেয়াদে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন; তবে তিনি স্থায়ী স্বাস্থ্যকাঠামোর অন্তর্ভুক্ত থাকবেন না।

2. MHV কি কোন চাকরী ?

না। Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) হল- বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক।

৩. MHV অর্থ কি ?

MHV অর্থ- M=Multipurpose, H= Health, V= Volunteer, Multipurpose Health Volunteer( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) যার অর্থ, বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক।

৪. MHV এমএইচভি’র বৈশিষ্ট্য কি ?

একজন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারঃ কমিউনিটিতে একজন সেবাদানকারী (Service Provider) একজন স্বাস্থ্যের মান উন্নয়নকারী (Change Maker) কমিউনিটিকে উদ্বুদ্ধকারী (Community Motivator) কমিউনিটি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে রেফারেল সম্পর্ক স্থাপনকারী (Linker between Community & Health Centre) পরিকল্পনাকারী (Planner) সর্বোপরি, কমিউনিটির একজন বন্ধু ও প্রকৃত ঘটনা সন্ধানকারী (Friend and Fact Finder) হিসেবে কাজ করবেন

৫. MHV MHV যৌক্তিকতা কি ?

১ . জনসাধারণের মধ্যে সাধারণ স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে। ২ . জনসংখ্যা বৃদ্ধির তুলনায় দক্ষ পেশাজীবী মানব সম্পদের স্বল্পতা দূরীকরণে সহায়ক হবে। ৩ . এসডিজি অর্জনের জন্য অর্থাৎ সবার জন্য সমতাভিত্তিক সকল বয়সের সকল মানুষের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি গ্রুপকে ও সাপোর্ট গ্রুপকে সচল করা প্রয়োজন। ৪ . প্রতিটি খানার প্রত্যেকের তথ্য সংগ্রহ করে প্রত্যেককে একটি করে একক ও পৃথক আইডি যা H-ID (হেলথ আইডি) নামে সিআরভিএস- এ অন্তর্ভুক্ত করার জন্য এমএইচভি খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। ৫ . কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র পর্যন্ত বা তদূর্ধ্ব/উচ্চতর ও নিম্নমুখী রেফারেল লিংক/সংযোগ তৈরী করা। ৬ . গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা কেন্দ্রমুখী করা ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা। ৭ . জনগণ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে দূরত্ব কমানো। ৮ . কমিউনিটি ক্লিনিক ও তদূর্ধ্ব/ উচ্চতর সেবাকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে জনগণকে অবহিত করা।

৬. MHV যাচাইয়ে ভিশন কি ?

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সর্বজনীন উন্নয়ন সাধন এবং সকল বয়সের জন্য মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা।

৭. MHV যাচাইয়ে মিশন কি ?

গ্রহণযোগ্যতা বাড়ানো ও স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় সাফল্যজনকভাবে পৌছে দেওয়া নিশ্চিত করা।

৮. MHV যাচাইয়ে লক্ষ্য কি ?

লক্ষ্য : দেশব্যাপী সমতাভিত্তিক সকল বয়সের সকল মানুষের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা (স্বাস্থ্য) পুষ্টি ও পরিবার পরিকল্পনা নিশ্চিতকল্পে তৃণমূল পর্যায় থেকে উপজেলা পর্যন্ত সর্বস্তরে এমএইচভি-কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে গ্রামীণ জনগণকে সম্পৃক্ত করা ও জনগণের অধিকতর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করানোর নিমিত্তে অনলাইন হেল্থ আইডি ও হেলথ কার্ড প্রবর্তন।

৯. এমএইচভি অব্যাহতি/অপসারণ প্রক্রিয়া কিভাবে ?

অব্যাহতি / অপসারণের শর্তসমূহঃ ০১. কার্যকালের মেয়াদ (এক বছর) শেষে ১ (এক) জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার বাছাই প্রক্রিয়ার চুক্তি অনুযায়ী অব্যাহতি পাবেন। ০২. পুনরায় বাচাই পরীক্ষায় উত্তীর্ণ না হলে/ নবায়ন করা না হলে একজন এমএইচভি আর এমএইচভি হিসেবে থাকবেন না ০৩. কোন এমএইচভি নিজ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তিনি এমএইচভি পদ হারাবেন অথবা পরবর্তী বাছাইয়ের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ০৪. কোন এমএইচভি আর্থিক অনিয়মে লিপ্ত হলে বা প্রতিষ্ঠানের নীতিবহির্ভূত কোন আর্থিক অপচয় বা ানিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তিনি আর্থিক জরিমানাসহ এমএইচভি পদ থেকে অপসারিত হবেন এবং পরবর্তী বাছাইয়ের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ০৫. পরিচালনা কমিটির আদেশ অমান্য করা হলে এমএইচভি পদ থেকে অপসারিত হবেন। ০৬. নিধারিত লক্ষ্য পূরণ না করা হলে বা দায়িত্বে অবহেলার অভিযোগ পর পর ০৩ বার প্রমাণিত হলে একজন এমএইচভি অপসারিত হবেন/অযোগ্য বলে বিবেচিত হবেন। ০৭. এলাকার জনগণের নিকট গ্রহণযোগ্যতা হারালে এমএইচভির পদ থেকে অপসারিত হবেন। ০৮. ফৌজদারী মামলায় সাজা প্রাপ্ত হলে/ হয়েছেন প্রমাণিত হলে এমএইচভির পদ থেকে অপসারিত হবেন।

১০. MHV মনিটরিং ও সুপারভিশন কি ভাবে হবে ?

১. প্রত্যেকটি সিসির/ সংশ্লিষ্ট সিসির এমএইচভিরা বেলা দুইটা থেকে আড়াইটার ( ২.০০-২.৩০) মধ্যে সিসিতে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি সিএইচসিপিকে অবগত করবেন এবং রিপোর্ট নিয়ে আলোচনা করবেন।

২. প্রয়োজনীয় বিষয়সমূহ কমিউনিটি গ্রপের মাসিক সভায় উপস্থাপন করবেন এবং প্রয়োজনে স্থানীয় সভায় সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন

৩. সিএইচসিপি কাজের অগ্রগতির ডাটা প্রতিদিন তাঁর ল্যাপটপে সংরক্ষণ করবেন। মাসের শেষে কাজের অগ্রগতির রিপোর্ট সিএইচসিপির স্বাক্ষরসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।

৪. কমিউনিটি পর্যায়ে একজন এমএইচভি কমিউনিটি গ্রপের সভপতির নিকট জবাবদিহিতা করবেন

৫. এইচআই, এএইচআই সার্বিকভাবে কমিউনিটি ও ফ্যাসিলিটি পর্যায়ে এমএইচবিদের সুপারভাইজার ও সহায়ক হিসেবে কাজ করবেন।

১১. MHV শূণ্যপদ পূরণ কি ভাবে হবে ?

অপেক্ষামান তালিকা থেকে ‍শূন্যপদ পূরণ করা হবে

12. MHVদের প্রণোদন ভাতা কিভাবে দেয়া হবে ?

সংশ্লিষ্ট অপারেশনাল প্লানের কাজের একক ও কর্মসম্পাদনের ভিত্তিতে প্রণোদনভাতা প্রদান করা হবে।

১৩. MHV বাছাই প্রক্রিয়া কিভাবে হয় ?

৫০ (পঞ্চাশ) নম্বরের মূল্যায়ন পরীক্ষার (মৌখিক ও ব্যবহারিক) মাধ্যমে মেধার ক্রমানুসারে বাছাই করা হবে। অপেক্ষমাণ তালিকার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।

১৪. হেল্থ ভলান্টিয়ারের ইতিহাস ও বাংলাদেশে বর্তমান পরিস্থিতি

কমিউনিটির স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাসেবী /স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ধারণাটির সচনা হয় ৫০ বছর পর্বে। চীনাদের Bar Footed Doctor কর্মসচিটি এর উৎকষ্ট উদাহরণ। ১৯৯৫ সাল থেকে থাইল্যান্ডও গ্রামীণ স্বাস্থ্য স্বেচ্ছাসেবার কর্মসচি গ্রহণ করে। ১৯৭৪ সালে ভারতে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য উপস্বা¯ কেন্দ্রে মাল্টিপারপাস হেল্থ ওয়ার্কার নামে ৮৮,৩৪৪ জন পরুষ স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯৮৭ খ্রী পর্যন্ত ৮৪৯৯৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০২ সালে ভারত সরকার ৬০০০ মাল্টিপারপাস হেল্থ ওয়ার্কারের শতভাগ আর্থিক ভাতা প্রদানের দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে সরকার পর্যায়ক্রমে সকল নিয়োগপ্রাপ্ত মাল্টিপারপাস হেল্থ ওয়ার্কারকে ভাতা প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। ১৯৭৮ থেকে জাম্বিয়াতেও স্বাস্থ্য স্বেচ্ছাসেবী কমিউনিটি হেল্থ ওয়ার্কার নামে স্বাস্থ্যসেবা প্রদান করছে। যদিও কর্মীদের স্বল্পতা, প্রণোদনব্যবস্থা ও বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত মানদÐ না থাকার কারণে এখনও তাদের কাঠামোগত কোন রূপদান করা যায়নি। ইউনিসেফ ও মন্ত্রণালয় CHTDB (পার্বত চট্টগ্রাম উন্নয়ন বোর্ড) যৌথভাবে ২০১০ সাল নাগাদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলায় পাড়াকেন্দ্র নির্মাণ করে প্রতিটি পাড়াকেন্দ্রে ১ জন করে পাড়াকর্মী ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেয়। ২২ জানয়ারি ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ৪০০০ তম পাড়াকেন্দ্র উদ্বোধন করেন। এই পাড়াকেন্দ্রে পাড়াকর্মী কর্তক শিশুদের প্রধানত প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে প্রাথমিক শিক্ষার পাশাপাশি নিরাপদ পানি পান ও ব্যবহার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিরাপদ মাতত্ব, গর্ভকালীন সেবা ও দক্ষ ধাত্রীদের মাধ্যমে প্রসব করানো, শিশুস্বাস্থ্য যেমন, এআরআই, পষ্টি ও প্রারম্ভিক বিকাশ বিষয়েও গ্রামীণ জনগণের সচেতনতা বদ্ধির জন্য স্বাস্থ্যশিক্ষা প্রদান করে। এ কাজের বিনিময়ে মাসিক ৫০০ টাক ভাতার পাশাপাশি এসব বিষয়ে তাদের স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৮ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, গ্রামীণ স্বাস্থ্যকর্মী (Village Health Volunteer) কার্যক্রমের সচনা করে। এ উপলক্ষ্যে VHV-দের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা প্রস্তুত করা হয়। খলনার পাইকগাছা ও যশোরের চৌগাছা উপজেলাকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করে প্রশিক্ষণ সমাপ্ত করা হয়। কেয়ার বাংলাদেশ ২০০৯ সাল থেকে বাংলাদেশে এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেমন; সরকার ও এমএনএইচআই প্রকল্পের আওতায় সিএইচভি নামে নড়াইল ও জামালপর জেলায় (২০০৯ -২০১২),এসএমপিপি ২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলায় (২০১১-২০১৬), স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা হয়। বর্তমানে কেয়ার-বাংলাদেশ জিএসকে সিএইচডাবিøউ প্রকল্পের আওতায় সনামগঞ্জ জেলায় এবং আইইসিএমএনসিএইচ প্রকল্পের আওতায় খলনা জেলায় যথাক্রমে ২০১২ এবং ২০১৬ সাল থেকে স্বাস্থ্যস্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান রয়েছে। এই স্বেচ্ছাসেবীদের শিক্ষাগত যোগ্যতা ন্যনতম অষ্টমশ্রেণী পাশ। কমিউনিটিতে পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ২৫০-৩০০টি খানার জন্য একজন সিএইচভি বাছাই করে থাকেন। এই সিএইচভির মাতস্বাস্থ্য, গর্ভকালীন সেবা, প্রসব পরিকল্পনা, প্রসব পরবর্তী সেবা, শিশুস্বাস্থ্য, কিশোর- কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটিতে স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন। একইসঙ্গে গর্ভবতী মা ও শিশুর জন্ম নিবন্ধন করে থাকেন। সিএইচভিদের প্রথমদিকে কোন ভাতা প্রদান করা হত না তবে বর্তমানে আইইসিএমএনসিএইচ প্রকল্পের আওতায় যাতায়াত বাবদ প্রতিমাসে একহাজার (১০০০) টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া, ব্রাকও নারীর আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি গ্রামীণ নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে প্রতি ২৫০টি খানার জন্য দেশব্যাপী ৭০০০০ (সত্তর হাজার স্বাস্থ্যসেবিকা নামে হেল্থ ভলান্টিয়ার কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য সেবিকারা মাসিক কোন ভাতা পান না তবে বাড়ি বাড়ি স্বাস্থ্য উপকরণ বিক্রি করেন এবং প্রতিটি উপকরণ থেকে ১০% হারে কমিশন পেয়ে থাকেন।

১৫. MHV বয়স কত লাগে ?

১৮ থেকে ৪৫ বছর

১৬. মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারের শিক্ষাগত যোগ্যতা কত লাগে ?

নুন্যতম এসএসসি

১৭. মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারের নারী /পরুষের অনপাত কত ?

নারী ও পরুষের অনপাত হবে ১০:১

১৮. এমএইচভির সংখ্যা (সিসির ভৌগোলিক অবস্থান /সামাজিক /সাংস্কতিক /শিক্ষার হার অনসারে কত ?

প্রতিটি সিসি-র অধীন ২৫০-৩০০টি খানার জন্য একজ এমএইচভি বাছাই করা হবে। দর্গম এলাকার ক্ষেত্রে এমএইচভি সংখ্যা শিথিলযোগ্য

১৯. MHV মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার (এমএইচভি) সপারভিশন চেকলিষ্ট ?

.১ম পাতা  .

.২য় পাতা পিডিএফ.

20. Community Based Health Care শীর্ষক অপারেশন প্লানের অন্তর্ভক্ত মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারদের মাসিক প্রণোদন ভাতা প্রদানে শর্ত ?

মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার (MHV) পরিচালন নির্দেশিকা অনযায়ী প্রত্যেক মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারদের কাজ সম্পাদন নিশ্চিতকরণের পর প্রণোদন ভাতা পাবেন

১ম আদেশ

2য় আদেশ

২১. মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারদের নির্ধারিত কার্যপরিধি ও প্রণোদনভাতা কিভাবে দেয়া হবে ?

22. মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এমএইচভির করনীয় কি ?

করণীয়ঃ উঠান বৈঠক ইপিআই টিকা প্রদান নবজাতককে শালদুধ এবং পূর্ণ ছয় মাস মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশনে উদ্বুদ্ধকরণ নিরাপদ পানির গুরুত্ব আলোচনা যথাযথ কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকে রোগের তথ্য প্রদান আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থাকরণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রূগী হতে আলাদা রাখা

2৩. শুনেছি এমএইচভিদের এ্যাপ এর মাধ্যমে খানা রেজিষ্ট্রেশন করতে হয়, কিন্তু তাদের এ্যাপস নিদেশিকা আছে কি ?

হা আছে

2. MHV কি কোন চাকরী ?



আপনি কি Multipurpose Health Volunteer ( MHV) সম্পর্কে আরো জানতে চান ? প্রশ্ন করতে ক্লিক করুন?


খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts