Friday, 30 July 2021

 আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসির একজন, এমএইচভি,

আমি মোছা: সাবিনা ইয়াসমিন, খেড়কাটি সিসির এমএইচভি,

আমি প্রতিদিন-

জনগোষ্ঠীতে লোক, পরিবার এবং খানার সংখ্যা কত তা নির্ণয় করি এবং নিজ কর্মএলাকার খানার তথ্য সংগ্রহ করি।
কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের সেবা বিষয় তথ্য জনগনকে অবহিত করি।
প্রতিদিন দায়িক্ত পালন শেষে সিসিতে উপস্থিত হয়ে সিএইচসিপির উপস্থিতিতে সংশ্লিষ্ট সিসির এমএইচভিদের সঙ্গে রিপোট পর্যালোচনা করি।
জনগোষ্ঠী সম্পর্কে কারা গুরুত্বর্পূণ সিদ্ধান্ত গ্রহণ করে অথবা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কাদের প্রভাব আছে- তা নির্ণয় করার চেষ্টা করি,
স্বাস্থের ব্যাপারে এবং স্বাস্থ্য কর্মীদের সম্পর্কে জনগণের মনোভাব জানতে চেষ্ঠা করি।
নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রধান সমস্যা এবং এলাকার স্বাস্থ্য হীণতার কারণ খুঁজে বের করার চেষ্টা করি।
সর্বপরি সর্ববিষয় সিএইচসিপি ও সিজি মাসিক সমন্বয়  সভায় আলোচনা ও সিদ্ধন্ত গ্রহনে সহায়তা করি -
আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসির একজন, এমএইচভি,

আমার ক্যাজম্যান্ট এরিয়ায় মোট খানার সংখ্যা 220 টি -

ফাইলটি  পিডিএফ দেখতে 





0 comments:

Post a Comment

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts