0১. সরকারী নীতি অনুযায়ী কমিউনিটি গ্রূপ ও কমিউনিটি সাপোট ০৩টি গ্রূপ গঠন। দেখুন

0২. নিয়মিত কমিউনিটি গ্রূপের সভা আয়োজন ও সভা সিদ্ধান্ত সমুহ লিপিবদ্ধকরন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ। দেখুন

0৩. নিয়মিত কমিউনিটি গ্রূপ ও সাপোট গ্রূপের সভার আয়োজন নোটিশের মাধ্যমে কর হয়। দেখুন

0৪. নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ গ্রহন এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন

0৫. ঔষধ সরবরাহের ভিত্তিতে নিয়ম অনুয়ায়ী প্রতিদিন রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান এবং রেজিষ্টারে লিপিবদ্ধকরন করা হয়। দেখুন

0৬. ইউনিয়ন পরিষদের সাথে নিয়মিত সমন্বয় সভা করা এবং ক্লিনিক ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ইউপির সহযোগিতা ও পরামর্শ গ্রহন করা। দেখুন

0৭. ক্লিনিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। দেখুন

0৪. গর্ভবতী মা ও শিশু অনলাইনে নিবন্ধন করা। দেখুন

0৯. মাসিক রোগীর প্রতিবেদন অনলাইনে ডাটা এন্টির মাধ্যমে এবং হার্ডকপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। দেখুন

১০. কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনমুলক সেবা ও প্রবিনদের জন্য স্বাস্থ্য পরিচর্যা সেবা এবং কুসংষ্কার দুরীকরনে কাউনসেলিং করা। দেখুন

১১. বিভিন্ন দিবন পালন করা হয়। দেখুন

১২. সরকারী ছুটির দিন ব্যতিত সকাল ৯.০০ থেকে ৩.০০ পযন্ত সিসি খোলা রাখা সেবা দান। দেখুন

১৩. স্থানীয় ভাবে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং ব্যাংক হিসাবের মাধ্যামে আয়-ব্যয়ের হিসাব পরিচালনা ও সংরক্ষন করা হয়। দেখুন

১৪. জটিল রোগীর উন্নত চিকিৱসার জন্য রেফার করা হয়। দেখুন

১৫. ইউনিয়ন পরিষদ, পৃষ্টপোষক কমিটির সাথে সাথে সমন্বয় সাধন করা। দেখুন

১৬. GMP কার্ডে শিশুর পূষ্টি নির্ণয় করা ও মনিটরিং করা দেখুন

১৭. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS) দেখুন

১৮. গর্ভবতীমাদের নিয়মিত চেকআপ এবং পরামর্শ ও চিকিৎসা সেবা এবং অনলাইন রেজিট্রেশন। গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন, প্রসবোত্তর অত্যাবশকীয় সেবা প্রদান এবং প্রয়োজন দ্রুততার সাথে জরুরী প্রসুতি সেবা কেন্দ্রে প্রেরন। (RBS) দেখুন

১৯. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS) দেখুন

২০. সাধারন রোগ ও ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসা সরবরাহ সাপেক্ষে বিনা মুল্যে ওষুধ সরবরাহ।

২১. সম্বাব্য যক্ষা রোগীর কফ সংগ্রহ ও পরামর্শ এবং রেফার।

২২. ফাইলেরিয়াসিস রোগীর প্রয়োজনীয় ব্যায়াম শিখান ও পরামর্শ প্রদান।

২৩. সহযোগী সংস্থার ( ল্যাম প্লান্ট পাটনারশিব)/সরকার কতৃক কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোট গ্রুপ সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।

২৪. স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার, রক্ষণাবেক্ষন ও সংরক্ষন করা হয়।

২৫. পুষ্টি ওজন, উচ্চতা, মুয়াক নির্ণয়,রেজিস্টার খাতা পূরণ:

২৬. পরিবার পরিকল্পনার কর্মীদের কাজ করা বড়ি, কনডম, ইনজেকশন, দেওয়া

২৭. প্রকল্পের চাহিদা অনুযায়ী মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও জমা প্রদান করা।

1 comment:

  1. খুব ভাল উদ্দ্যোগ। ধন্যবাদ ফরহাদ হোসেন।

    ReplyDelete

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts