২০. সাধারন রোগ ও ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসা সরবরাহ সাপেক্ষে বিনা মুল্যে ওষুধ সরবরাহ।
২১. সম্বাব্য যক্ষা রোগীর কফ সংগ্রহ ও পরামর্শ এবং রেফার।
২২. ফাইলেরিয়াসিস রোগীর প্রয়োজনীয় ব্যায়াম শিখান ও পরামর্শ প্রদান।
২৩. সহযোগী সংস্থার ( ল্যাম প্লান্ট পাটনারশিব)/সরকার কতৃক কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোট গ্রুপ সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।
২৪. স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার, রক্ষণাবেক্ষন ও সংরক্ষন করা হয়।
২৫. পুষ্টি ওজন, উচ্চতা, মুয়াক নির্ণয়,রেজিস্টার খাতা পূরণ:
২৬. পরিবার পরিকল্পনার কর্মীদের কাজ করা বড়ি, কনডম, ইনজেকশন, দেওয়া
২৭. প্রকল্পের চাহিদা অনুযায়ী মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী ও জমা প্রদান করা।
খুব ভাল উদ্দ্যোগ। ধন্যবাদ ফরহাদ হোসেন।
ReplyDelete