Wednesday, 15 September 2021

 বাংলাদেশের সর্পদংশনের প্রচালিত গ্রামিণ চিকিৎসক (ওঝা,কবিরাজ,গুনিক) তথ্য সংগ্রহীত অনলাইন ফরম:

রেজিষ্টেশন পূর্বক প্রয়োজনীয় তথ্য-
বাংলাদেশে সর্পদংশনের জন্য প্রচলিত চিকিৎসক: ওঝা,কবিরাজ, গুণিন’ এর তথ্য ( মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার, এমএইচভি কর্তৃক পূরনীয়)


বাংলাদেশে সর্পদংশনের রোগীরা বহুদিন ধরে প্রচলিত চিকিৎসকের (ওঝা, কবিরাজ, গুণিন) কাছে প্রথমে চিকিৎসা নেনপ্রচলিত চিকিৎসা নেয়ার পরে কিছু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে যান। এমএইচভি কর্মক্ষেত্র এলাকায় কতজন
প্রচলিত চিকিৎসক সর্পদংশনের চিকিৎসা দেন তা জানা প্রয়োজন।

১। ‘ওঝা’ -ইনারা শুধু সর্পদংশনের রোগীর চিকিৎসা করেন। কেউ কেউ সাপ ধরা ও সাপ খেলা দেখিয়ে থাকতে পারেন।
২। ‘কবিরাজ’-সর্পদংশন রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসা করেন।
৩। ‘গুণিন’-ইনারা মন্ত্র, ঝাড়-ফুঁক, তাবিজ, তাগা ইত্যাদি দিয়ে সর্পদংশন ও অন্যান্য রোগীর চিকিৎসা করেন।

*এমএইচভি তার কর্মক্ষেত্র এলাকায় কতজন প্রচলিত চিকিৎসক আছেন যারা সর্পদংশনের চিকিৎসা প্রদান করেন তার তথ্য সংগ্রহ করতে হবে।
* একজন ওঝা, কবিরাজ, গুণিন এর তথ্য একের অধিকবার সংগ্রহ করা যাবে না।




লিং

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdpf74J1HOloZfKK6QBk2KxkEbuAgm8mscYPLQ_IqLRp0m3jA/viewform


অথবা

অনলাইন ফরম পেতে এখানে ক্লিক করুন




ফরমটি ডাউনলোড করুন 


0 comments:

Post a Comment

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts