Tuesday, 5 July 2022

স্বাস্থ্য বিভাগে MHV বাচাই বর্তমান সরকারের যুগউপযোগী পদক্ষেপ।

সারা দেশে প্রায় ২৬টি জেলার ২০৬টি উপজেলায় Multipurpose Health Volunteer ( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক কাজ করছে।

Multipurpose Health Volunteer (MHV)

         ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর অধীনে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)  অপারেশন প্লান, স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় সমগ্র দেশে প্রতিটি চালু কমিউনিটি ক্লিনিকে  ৫-৭ জন মাল্টিপার পাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) সম্পৃক্ত করেছে বর্তমান সরকার। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো বেগবান করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে এমএইচভি স্বেচ্ছাসেবী দিয়েছে সরকার।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

 কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকার খানা ভিত্তিক তথ্য সংগ্রহ, জনগণকে সিসি হতে সেবাগ্রহণে উদ্ধুদ্ধকরণ, স্বাস্থ্য শিক্ষা প্রদান, ডিফল্ট ট্র্যাকিং এবং রেফারেল ও ফলোআপ কাজে সহযোগিতার মাধ্যমে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারগণ কমিউনিটি ক্লিনিক তথা স্বাস্থ্য সেবা কেন্দ্রের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি করছে এই মাল্টিপার পাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) ।



 গর্ভবতীমা, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রিকরণ, টিকা, পরিবার পরিকল্পনা, সেবা হতে বাদ পড়াদের খুঁজে বের করে সেবা গ্রহণে পরামর্শ প্রদান, নতুন কোনো রোগ ও বাড়িবাড়ি তথ্য সংগ্রহের কার্যক্রমে সহায়তা করেন এই এমএইচভি। MHV কোন চাকরি নয়!, তারা সেচ্ছা শ্রমের শর্তে   Performance basis  ভাতা পান। স্বেচ্ছাসেবীদের মাসে ন্যূনতম ৩৬শ টাকা সন্মানী ভাতা দেয়া হয়।  এখনো অনেক রোগী হাসপাতালে আসতে চান না। গর্ভবতী মা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আসেন না। ফলে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এই স্বেচ্ছাসেবীরা সেই সব মায়েদের, নারীদের খুঁজে বের করে সরকারি স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতেছে। রেফারেল সিস্টেমের মাধ্যমে তাদের সেবার ব্যবস্থা করছে।


মোছা: ছাবিনা ইয়াছমিন, এমএইচভি, তার নিজস্ব কর্ম এলাকার কাজের চিত্র

ক্রঃ নং

কর্মরত এলাকা

বিবরন

মোট সংখ্যা

ফাইলটি  দেখতে ক্লিক করুন

ডাউনলোড করতে

মন্তব্য

০১

পাটাই কুড়ী 

খানা

২০৫

 

০২

ঐ 

প্রতিবন্ধী শিশুর সংখ্যা  সিসি এরিয়া

১৭

 

 

০৩

র্ভবতী মায়ের সংখ্যা

১২২ 

 

০৪

ভোটার সংখ্যা পুরুষ

৩২৩ জন

 

 

০৫

 

ভোটার সংখ্যা মহিলা

 ২৯৪ জন


০৬

 

গুনিক, ওঝা, করিরাজ

১৩ জন 



 চলমান লেখা - খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে প্রত্যেকটি এমএইচভির অনুরুপ তথ্য রয়েছে।

আরো পড়ুন -
MHV (মাল্টিপারপাস হেল্‌থ ভলান্টিয়ার) বিষয়ক সচরাচর জিজ্ঞাসা, কিছু প্রশ্ন ও উত্তর 


Multipurpose Health Volunteer (MHV) একটি মাল্টি অপারেশন প্ল্যান ভিত্তিক কর্মকাণ্ড। MNC&AH, NCD, CDC, TBL-ASP, NNS, FSDP (FP) বিভিন্ন অপারেশন প্ল্যানে এই MHV কর্মপরিকল্পনা আছে। এটি নিঃসন্দেহে একটি নতুন ইন্টারভেনশন, যা বাস্তবায়িত হবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। MHV গণ Default Tracking, Referral (assist or carrying) ,  Data collection, Meeting arrangement, Community Mobilization অর্থাৎ সিসি (সেবাদান কারী) এবং কমিউনিটি র মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে ।


Related Posts:

  • একজন MHV-র কার্যপরিধী আমি মোছা: সাবিনা ইয়াসমিন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সিসির একজন, এমএইচভি,আমি প্রতিদিন-জনগোষ্ঠীতে লোক, পরিবার এবং খানার সংখ্যা কত তা নির্ণয় করি এবং নিজ কর্মএলাকার খানার তথ্য সংগ্রহ করি।কমিউনিটি ক্লিনিক ও অ… Read More
  • হেল্থ ভলান্টিয়ারের ইতিহাস ও বাংলাদেশে বর্তমান পরিস্থিতিহেল্থ ভলান্টিয়ারের ইতিহাস ও বাংলাদেশে বর্তমান পরিস্থিকমিউনিটির স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাসেবী /স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ধারণাটির সূচনা হয় ৫০ বছর পূর্বে । চীনাদের Bare Footed Doctor  কর্মসূচীটি এর উৎকৃষ্ট উদাহরণ । ১… Read More
  • মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার রিফ্রেশার্স প্রশিক্ষণ ২০২১-২২মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার রিফ্রেশার্স প্রশিক্ষণ ২০২১-২২ স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুম, চিরিরবন্দর, দিনাজপুর এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ তানভীর হাসনাত, আবাসিক মেডিকেল অফ… Read More
  • খেড়কাটি সিসির লোকেশন খেড়কাটি সিসির লোকেশন -ক্লিনিকের সিমানাঃ        উত্তর দক্ষিনে লম্বা লম্বীমোট ১২ টি গ্রাম নিয়ে খেড়কাটি কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত। উত্তরে রঘুনাথপুর গ্রাম, দক্ষিনে ভাবকি, পূর্বে পাটাইকুড়ী ও পশ্চিমে… Read More
  • স্বাস্থ্য বিভাগে MHV বর্তমান সরকারের যুগউপযোগী পদক্ষেপ।স্বাস্থ্য বিভাগে MHV বাচাই বর্তমান সরকারের যুগউপযোগী পদক্ষেপ।সারা দেশে প্রায় ২৬টি জেলার ২০৬টি উপজেলায় Multipurpose Health Volunteer ( মাল্টিপারপাস হেল্থ ভোলান্টিয়ার) বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবক কাজ করছে।   … Read More

0 comments:

Post a Comment

খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • ডঃ মুহাম্মদ ইউনূস

    ডঃ মুহাম্মদ ইউনূস

    মাননীয় প্রধান উপদেষ্টা
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts